odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

চীনের ‘অসাধারণ’ জলবায়ু অগ্রগতির প্রশংসা কপ-৩০ সম্মেলনের প্রধানের

odhikarpatra | প্রকাশিত: ২৪ January ২০২৫ ২৩:৫৭

odhikarpatra
প্রকাশিত: ২৪ January ২০২৫ ২৩:৫৭

জাতিসংঘের পরবর্তী জলবায়ু শীর্ষ সম্মেলনের সভাপতি ব্রাজিলের কূটনীতিক আন্দ্রে কোরেয়া দো লাগো বৃহস্পতিবার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে চীনকে উদাহরণ হিসেবে দাঁড় করে প্রশংসা করেছেন এবং ধনী দেশগুলোকে এ বিষয়ে তাদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার ব্যাপারে সতর্ক করেছেন।

ব্রাসিলিয়া থেকে এএফপি জানায়, নভেম্বরে আমাজন রেইনফরেস্টে প্রথম জলবায়ু সম্মেলনের সভাপতি আন্দ্রে কোরেয়া দো লাগো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চীনের ‘অসাধারণ অগ্রগতির’ প্রশংসা করেন।

অভিজ্ঞ জলবায়ু বিশেষজ্ঞ ব্রাসিলিয়ায় সাংবাদিকদের বলেন, ‘সৌর প্যানেল ও বৈদ্যুতিক গাড়ির দাম কমিয়ে চীন উন্নয়নশীল বিশ্বকে (জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে) অসামান্য সহায়তা দিচ্ছে, যা উন্নত দেশগুলোর প্রতিশ্রুত নামমাত্র সহায়তার চেয়ে বেশি।’

২০১৫ সালের প্যারিস চুক্তির অধীনে তাদের প্রতিশ্রুতিতে ধনী দেশগুলোর বিরুদ্ধে জলবায়ু উষ্ণায়নের বিশ্বব্যাপী লড়াইয়ে তাদের আর্থিক অবদান হ্রাস করার প্রচেষ্টাকে ‘গভীর ভুল’ বলে অভিযোগ করেছেন কোরেয়া দো লাগো।

নভেম্বরে আমাজন নগরী বেলেমে অনুষ্ঠেয় কপ৩০ সভায় ব্রাজিল উন্নত দেশগুলোকে উন্নয়নশীল দেশগুলোর জ্বালানি রূপান্তরের লক্ষ্যে তাদের সহায়তা বাড়ানোর জন্য চাপ দেবে।

তিনি বলেন, আমাদের এমনভাবে কাজ করতে হবে যাতে ঐতিহাসিক দায়িত্বপ্রাপ্ত দেশগুলো আর্থিক দিক থেকে আরও বেশি ভূমিকা পালন করে।

২০২৩ সালের জানুয়ারিতে থেকে লুইজ ইনাসিও লুলা দা সিলভা ক্ষমতায় ফিরে আসার পর থেকে কোরেয়া দো লাগো প্রতিটি আন্তর্জাতিক জলবায়ু শীর্ষ সম্মেলনে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার একদিন পর মঙ্গলবার কোরেয়া কপ-৩০ শীর্ষ সম্মেলনের সভাপতি নিযুক্ত হয়েছেন।

ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্যারিস চুক্তি থেকে তার দেশকে প্রত্যাহার করে নিয়েছেন এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্বিগুণ করেছেন।

মার্কিন সমর্থন ছাড়া বিশ্বব্যাপী জ্বালানির ব্যবহার রূপান্তরে পরিবেশবান্ধব ধোঁয়াহীন জ্বালানি ব্যবহারের অর্থায়ন ‘আরও কঠিন হবে বলে স্বীকার করেছেন কোরেয়া দো লাগো।



আপনার মূল্যবান মতামত দিন: