odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ঢাবি অধিভুক্ত সাত কলেজ পৃথকীকরণের সিদ্ধান্ত

odhikarpatra | প্রকাশিত: ২৭ January ২০২৫ ২৩:০৫

odhikarpatra
প্রকাশিত: ২৭ January ২০২৫ ২৩:০৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত কলেজ ঢাবি থেকে পৃথকীকরণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ প্রশাসন।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অধিভুক্ত সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে বেলা ৪ টার দিকে উপাচার্য অফিস সংলগ্ন আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে অধিভুক্ত সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের সিদ্ধান্তের বিষয়টি জানান ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সংবাদ সম্মেলনে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অধিভুক্ত সাত কলেজ উভয়েরই দাবি অনুযায়ী আমরা অধিভুক্ত সাত কলেজকে সম্মানজনকভাবে পৃথকীকরণের সিদ্ধান্ত নিয়েছি।’

অধ্যাপক নিয়াজ আরও বলেন, অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে এক বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনা করার জন্য সভায় জোর সুপারিশ করা হয়।

এছাড়া, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণসহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে।

চলামান শিক্ষা কার্যক্রমের অধীনে থাকা শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে, যাতে তাদের শিক্ষাজীবন কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।

শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ ও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান উপাচার্য।



আপনার মূল্যবান মতামত দিন: