odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ নারী দল

odhikarpatra | প্রকাশিত: ২৮ January ২০২৫ ২৩:২৩

odhikarpatra
প্রকাশিত: ২৮ January ২০২৫ ২৩:২৩

হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে অধিনায়ক নিগার সুলতানার অপরাজিত ৫৩ রানের সুবাদে ২০ ওভারে ৩ উইকেটে ১৪৪ রান করে বাংলাদেশ। জবাবে অধিনায়ক হেইলি ম্যাথুজ ও ডিয়ান্ড্রা ডটিনের জোড়া হাফ-সেঞ্চুরিতে ১৯ বল বাকী থাকতে জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ।

সেন্ট কিটসে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ২টি চারে ১২ রান করে বিদায় নেন ওপেনার দিলারা আকতার।
ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে পারেননি সোবহানা মোস্তারি। ৪টি বাউন্ডারিতে ২১ বলে ২২ রান করেন তিনি।

৪৩ রানে ২ উইকেট পতনের পর বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দেন শারমিন আকতার ও অধিনায়ক নিগার। তৃতীয় উইকেটে ৬৪ বলে ৮২ রানের জুটি গড়েন তারা। ১৮তম ওভারে ব্যক্তিগত ৩৭ রানে শারমিন থামলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলে বাংলাদেশকে ৩ উইকেটে ১৪৪ রানের সংগ্রহ এনে দেন বাংলাদেশ।

৫টি চার ও ২টি ছক্কায় ৪০ বলে অপরাজিত ৫৩ রান করেন নিগার। ১০৬ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি নিগারের অষ্টম হাফ-সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের নারী ব্যাটারের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রান।

জবাবে ম্যাথুজ ও ডটিনের হাফ-সেঞ্চুরিতে সহজ জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ৭টি চারে ৫৪ বলে অপরাজিত ৬০ রান করেন ম্যাথুজ।

৭টি ছক্কায় ২২ বলে অনবদ্য ৫১ রান করেন ডটিন। মাত্র ২১ বলে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।

১৫ রানে ২ উইকেট নিয়েছেন স্পিনার ফাহিমা খাতুন।

আগামী ৩০ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে দু’দল।



আপনার মূল্যবান মতামত দিন: