odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

কমল মেডি এইড’র উদ্যোগে ঢাবিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

odhikarpatra | প্রকাশিত: ২৯ January ২০২৫ ২২:৩২

odhikarpatra
প্রকাশিত: ২৯ January ২০২৫ ২২:৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) শিক্ষার্থীদের ফ্রি চিকিৎসা সেবা দিতে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কমল মেডি এইড ঢাবি।

বিশ্ববিদ্যালয়ের বটতলায় আজ বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করে কমল মেডি এইড।

সকাল ৯ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, ‘এমন স্বোচ্ছাসেবী কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে সোহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়। আমি বিশ্বাস করি অনেক শিক্ষার্থী এই মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে উপকৃত হবে। এমন কার্যক্রমকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সাধুবাদ জানাবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাংগঠনিক সম্পাদক নূরে আলম ভূইঁয়া ইমন প্রমুখ।

সরেজমিন মেডিকেল ক্যাম্প ঘুরে দেখা যায়, ১৩ টি বুথের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে মেডিকেল সেবা দেওয়া হচ্ছে। মেডিসিন, নাক-কান-গলা, গাইনি, চর্ম, চক্ষু ও অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তাররা দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিয়েছেন। এছাড়াও শিক্ষার্থীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও সরবরাহ করা হয়েছে।

সেবা নিতে আসা শিক্ষার্থী মুনিরা আক্তার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটি মেডিকেল সেন্টার থাকলেও চিকিৎসা সেবা খুবই অপ্রতুল। এই ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই বিভিন্ন বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারছেন। আজকের আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের উচিত এমন কাজে উৎসাহ দেওয়া।’

কলম মেডিএইডের প্রতিষ্ঠাতা তানবীর বারী হামিম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে কোন ফার্মেসী নাই। প্রয়োজনে অনেক দূরে গিয়ে শিক্ষার্থীদের ওষুধ কিনতে হয়। শিক্ষার্থীরা যেন খুব সহজেই রুমে বসে এই সেবা পেতে পারে সে লক্ষ্যেই আমি কমল মেডি এইড চালু করি। একই সাথে শিক্ষার্থীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছি।’

তিনি আরো বলেন, আজকের পুরো আয়োজনে কমল মেডি এইড,ঢাবি’র মেডিকেল সেবা ও স্বাস্থ পরীক্ষা-নিরীক্ষা ক্যাম্পে সকাল থেকে মোট ১ হাজার ৯৮৭ জন শিক্ষার্থী চিকিৎসা সেবা পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এমন উদ্যোগ গ্রহণের আশা ব্যক্ত করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে টেলিমেডিসিন সেবা দেওয়ার লক্ষ্যে ‘সবার জন্য স্বাস্থ্য সেবা’ স্লোগান নিয়ে কমল মেডি এইড, ঢাবি এর যাত্রা শুরু হয়।

এছাড়াও স্বোচ্ছাসেবী এই সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা ডেলিভারি চার্জে প্রয়োজনীয় ঔষুধ সরবরাহের কাজ ও করে থাকে। প্রতিষ্ঠার মাত্র ৩ মাসে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৩ জন শিক্ষার্থীকে টেলিমেডিসিন সেবা দিয়েছে এছাড়া ১০৯ জন শিক্ষার্থীকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: