odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি প্রকল্প একনেকে অনুমোদনের জন্য দ্রুত উপস্থাপনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ February ২০১৮ ২৩:০৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ February ২০১৮ ২৩:০৯

ঢাকা সেনানিবাস আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি প্রকল্প একনেকে অনুমোদনের জন্য দ্রুত উপস্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।


পাশাপাশি তিনি এর বাস্তবায়নে অতিরিক্ত অর্থ বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ে শিগগিরই প্রস্তাব প্রেরণের নির্দেশ দিয়েছেন।


আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি প্রকল্পের উপর প্রকল্প বাছাই কমিটির সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এই নির্র্দেশ দেন।


মোহাম্মদ নাসিম বলেন, জনগণের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকারের নিরলস প্রচেষ্টা ও নানামুখী উদ্যোগের অংশ হিসাবে এই প্রকল্পের দ্রুত বাস্তবায়ন জরুরি। এই প্রকল্প বাস্তবায়ন হলে সাধারণ মানুষের জন্য আধুনিক মানের প্যাথলজি সেবা গ্রহণের সুযোগ আরো সহজতর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, ইনস্টিটিউটের পরিচালক মেজর জেনারেল দেবাশীষ সাহাসহ মন্ত্রণালয় ও অধিদফতরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।-খবর বাসসের



আপনার মূল্যবান মতামত দিন: