odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ'র সভাপতি হাশেম সাধারণ সম্পাদক সৌরভ

odhikarpatra | প্রকাশিত: ১০ February ২০২৫ ১৯:১৪

odhikarpatra
প্রকাশিত: ১০ February ২০২৫ ১৯:১৪

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাহিত্য সংসদ'র পঞ্চম কর্মপর্ষদ গঠিত হয়েছে। এ কমিটিতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের মো. হাসেম আলী সেখ ও সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের সৌরভ কুমার দত্ত মনোনীত হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ড. শেখ মো. রেজাউল করিম, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন সাবেক সভাপতি পলাশ হোসেন।

এ কর্মপর্ষদে সহ সভাপতি হিসেবে সোহেলী তাবাসসুম জান্নাত ও মো.রেহেনুল ইসলাম চমক, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নুসরাত জাহান তুসমি, সাংগঠনিক সম্পাদক হিসেবে সায়েম আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মাহফুজ হোসেন,দপ্তর সম্পাদক হিসেবে মূসা ইব্রাহিম, সহ-দফতর সম্পাদক হিসেবে ধ্রুব আহমেদ রনি, অর্থ-সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল সদর, সহ অর্থ সম্পাদক হিসেবে তানজিলা জাহান সুখী, গ্রন্থার-সম্পাদক হিসেবে মো. সাকিব আল হাসান, সহ গ্রন্থাগার হিসেবে মাহাদি হাসান,পাঠচক্র সম্পাদক হিসেবে মো. সোহানুর রহমান, প্রচার সম্পাদক হিসেবে সানজিদ আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে মেহেনাজ আফরিন মেঘ মনোনীত হন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে শিশির কবির, সোহানুর রহমান শাওন,যুক্ত্য যতি গোলদার,তাসনিম বিনতে হারুন ও তাসকিয়া মুরসালিন কে মনোনীত করা হয়।

 

সংগঠনটির সাধারণ সম্পাদক সৌরভ কুমার দত্ত বলেন, চিন্তা ও চর্চায় বুদ্ধির মক্তি হোক সাহিত্যে স্লোগানকে ধারণ করে সংগঠনটি তার প্রতিষ্ঠালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত পাঠচক্র ও সাহিত্য বিষয়ক বিভিন্ন কার্যক্রম সুনামের সাথে পরিচালনা করে আসছে।
বিশ্ববিদ্যালয়ে যে কয়টি সংগঠন বুদ্ধিভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে তাদের মধ্যে ইবি সাহিত্য সংসদ অন্যতম।

সংগঠনটির সভাপতি মো. হাসেম আলী সেখ বলেন, একটি সংগঠন পরিচালনার জন্য সংগঠনের প্রতিটি সদস্য ও কার্যনির্বাহী সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকে আমাদের নতুন যে কমিটি প্রদান করা হয়েছে। সবার প্রতি আহ্বান থাকবে আন্তরিকতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্বসমূহ যথাযথ ভাবে পালন করে ইবি সাহিত্য সংসদকে আরো গতিশীল ও প্রাণবন্ত করে গড়ে তুলবে।


প্রসঙ্গত, ইবি সাহিত্য সংসদ ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে সাহিত্য বিষয়ক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘শব্দতট’ নামে সাহিত্য পত্রিকা প্রকাশ, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর দেয়ালিকা প্রকাশ এবং ‘অতন্দ্র’ নামে সাময়িকী প্রকাশ। এছাড়া নানামাত্রিক জ্ঞানার্জন ও তরুণ লেখক সৃষ্টির উদ্দেশে নিয়মিত পাঠচক্র ও সাহিত্য আড্ডার আয়োজন করে আসছে সংগঠনটি।



আপনার মূল্যবান মতামত দিন: