odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

গুয়াতেমালায় বাস খাদে পড়ে ৫৫ জন নিহত

odhikarpatra | প্রকাশিত: ১২ February ২০২৫ ০০:১৫

odhikarpatra
প্রকাশিত: ১২ February ২০২৫ ০০:১৫

গুয়াতেমালায় কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার গুয়াতেমালায় একটি বাস গার্ড রেলিং ভেঙে খাদে পড়ে কমপক্ষে ৫৫ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। এটি ল্যাটিন আমেরিকার কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। গুয়াতেমালা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালার রাজধানী গুয়াতেমালা সিটিতে সোমবার স্থানীয় সময় ভোরের দিকে ভয়াবহ এ বাস দুর্ঘটনা ঘটে। সেতুর রেলিং ভেঙে বাসটি গুয়াতেমালা সিটির পয়ঃনিষ্কাশনে দূষিত বর্জ্যে ভরা একটি নদীতে পড়ে যায়। দূষিত বর্জ্যে ভরা থাকার কারণে মৃতদেহ উদ্ধারে উদ্ধারকারীদের জন্য কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়। বাসটি প্রায় ৭০ জন যাত্রী বহন করছিল।

পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ের একজন মুখপাত্র মোয়েসেস ওরটিজ সাংবাদিকদের জানিয়েছেন, এখনও পর্যন্ত ঘটনাস্থলেই ৫৩ জন মারা গেছেন।

মুখপাত্র মার্লিন পেরেজ জানিয়েছেন, আহত যাত্রীদের সান জুয়ান ডি ডিওস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় দু’জনের মৃত্যু হয়েছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা মৃতদেহগুলো নিকটবর্তী একটি কমিউনিটি হলের একটি অস্থায়ী মর্গে নিয়ে যাওয়া হয়। নিহতদের বেশ কয়েকজন আত্মীয়স্বজন মর্গে আসেন।

৪৮ বছর বয়সী মহিলা রোজা লোপেজ সাংবাদিকদের বলেন,তার চার ভাগ্নী এবং ভাগ্নে বাসে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, আমরা যখন সংবাদে দুর্ঘটনার কথা শুনতে পেলাম তখনই আমরা সরাসরি এখানে চলে আসি।

গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্ডো আরেভালো এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।

প্রেসিডেন্ট বলেন, "আজ গুয়াতেমালার জাতির জন্য একটি কঠিন দিন,"।

দমকল বিভাগ জানায়, বাসটির চালক সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বেশ কয়েকটি ছোট গাড়ির সাথে সংঘর্ষেও পর সেতুর রেলিং ভেঙে প্রায় ২০ মিটার গভীর খাদে পড়ে যায়।

এএফপিটিভির ছবিতে দেখা গেছে, অগ্নিনির্বাপক কর্মীরা আবর্জনায় ভরা ঘোলা পানি থেকে মৃতদেহগুলো স্ট্রেচারে তুলে নিয়ে যাচ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন: