odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী একুশে বইমেলা শুরু

odhikarpatra | প্রকাশিত: ২১ February ২০২৫ ১৭:২৬

odhikarpatra
প্রকাশিত: ২১ February ২০২৫ ১৭:২৬

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা অমর একুশে বইমেলা-২০২৫।

শুক্রবার (২১ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্ভোদন করেন। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইটসহ অর্ধশতাধিক সাধারণ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের পাশে আম বাগানে শুরু হওয়া মেলাটি চলবে রোববার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত। এবছর মেলায় বিভিন্ন অনুষদ, বিভাগ, সামাজিক, স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মোট ৫০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

মেলা উদ্বোধন শেষে উপ-উপাচার্যসহ উপস্থিত অন্য অতিথিরা বইমেলার সকল স্টল পরিদর্শন করেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, একুশে বইমেলা আমাদের প্রাণের বইমেলা।
মাতৃভাষা উপলক্ষে নয় কেবল এটি আমাদের জাতীয় চেতনা এবং অস্তিত্বেরও স্বাক্ষর বহন করে । আমি মনে করি এই বই মেলার মাধ্যমে বিভিন্ন বিভাগ এবং সামাজিক সংস্কৃতিক সংগঠনের এক যুগ্ম অনবদ্য কার্যক্রমের বহিঃপ্রকাশ ঘটবে।

২৪ শে জুলাই আন্দোলনের অন্যতম উদ্দেশ্যই ছিল মেধা। মেধার কোন বিকল্প নেই এবং মেধাকে বিকশিত করে বই।

এর আগে, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে পতাকা জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তেলন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: