odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ইবিতে একুশের চেতনায় কবিতা ও আলোচনার আসর

odhikarpatra | প্রকাশিত: ২৩ February ২০২৫ ১৫:৩৭

odhikarpatra
প্রকাশিত: ২৩ February ২০২৫ ১৫:৩৭

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 'একুশের কথা ও কবিতা' শীর্ষক সাহিত্য সভা।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রবীন্দ্র নজরুল কলা ভবনের দক্ষিণে বটতলা প্রাঙ্গণে এই সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।

বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া বিভাগের অন্যান্য শিক্ষা, শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

এসময় বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. সরওয়ার মুর্শেদ ইবির প্রথম শহিদ মিনারের স্থানে একটি মঞ্চ বানানোর দাবি উত্থাপন করেন।


উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, বাংলা হলো অস্তিত্বের ভাষা। বাংলায় যত স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি, আমাদের ছোট্ট খুকু যেভাবে তার মা কে আদর করে ডাকতে পারে পৃথিবীর আর কোনো ভাষায় এতো সুন্দর করে আবেগ দিয়ে বলতে পারে না।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বাঙালির জাগরণ শুরু হয়েছিল ৪৭ এর পরে ভাষা সংগ্রামের মধ্য দিয়ে। সেই প্রতিরোধের চেতনায় আবার একাত্তরের পরিণতি। সেই চেতনায় এইব ২৪ এর অভ্যুত্থান। তিনি একুশের চেনায় এমন সাহিত্য সভার প্রশংসা করেন।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
২৩ ফেব্রুয়ারি, ২০২৫



আপনার মূল্যবান মতামত দিন: