odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

৪০ দিনের দীর্ঘ ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

odhikarpatra | প্রকাশিত: ২৬ February ২০২৫ ১৮:১০

odhikarpatra
প্রকাশিত: ২৬ February ২০২৫ ১৮:১০

ইবি প্রতিনিধি

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বিভিন্ন সরকারি ছুটি মিলিয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় টানা ৪০ দিনের ছুটিতে যাচ্ছে। ছুটির বিজ্ঞপ্তি  অনুযায়ী, ১ মার্চ থেকে শুরু হয়ে এ ছুটি চলবে ৮ এপ্রিল পর্যন্ত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে (সবুজ চিহ্নিত) আগামী ১ মার্চ ২০২৫ শনিবার হতে ৮ এপ্রিল ২০২৫ তারিখ মঙ্গলবার পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। অবশ্য, শিক্ষার্থীদের (সবুজ চিহ্নিত) বন্ধকালীন সময়ে পরীক্ষা গ্রহণ করতে চাইলে সংশ্লিষ্ট বিভাগ পরিবহন অফিসের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শব-ই-ক্বদর এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামী ২৬ মার্চ ২০২৫ বুধবার হতে ৭ এপ্রিল ২০২৫ তারিখ সোমবার পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। জরুরী সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে। প্রহরীদের যথারীতি দায়িত্ব পালন করতে হবে। 

 ইবির সেশন জটের পেছনে অন্যতম কারণ এই দীর্ঘ ছুটি। রমজান মাসের ছুটি ছাড়াও বছরে প্রায় ১৮০ দিন ছুটি থাকে ক্যাম্পাস। এটা শিক্ষার্থীদের প্রোডাক্টিভিটি নষ্ট করে বলে মনে করছেন শিক্ষার্থীরা। 


দীর্ঘ ছুটির বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি এবং শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো: জাকির হোসেন বলেন, ক্যালেন্ডার অনুযায়ী ছুটি থাকবেন। হল বন্ধ আর খাবারের বিষয়ে আমরা বসে সিদ্ধান্ত নিব।

 



আপনার মূল্যবান মতামত দিন: