odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

ইংল্যান্ড ও বাটলারের ভরাডুবি

odhikarpatra | প্রকাশিত: ২ March ২০২৫ ১৯:০২

odhikarpatra
প্রকাশিত: ২ March ২০২৫ ১৯:০২

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর থেকে খালি হাতে বিদায় নিয়েছে ইংল্যান্ড। গ্রুপ পর্বে তিন ম্যাচের সবক’টিতে হেরেছে ইংলিশরা।

এমন বাজে পারফরমেন্সে ওয়ানডেতে লজ্জার রেকর্ডের জন্ম দিয়েছে ইংল্যান্ড। দলের পাশাপাশি অধিনায়ক হিসেবেও লজ্জার রেকর্ডের মালিক হয়েছেন জশ বাটলার।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘বি’ গ্রুপে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ইংল্যান্ড। ওয়ানডেতে টানা ৭ ম্যাচ হারল ইংলিশরা। এমনভাবে টানা ৭ ম্যাচ এর আগেও চারবার হেরেছিল তারা। টানা ১১ ম্যাচ হারের লজ্জার রেকর্ড আছে ইংল্যান্ডের। ২০০০ সালের অক্টোবর থেকে ২০০১ সালের জুনে টানা ১১ ম্যাচ হেরেছিল তারা।

চলতি বছর সাদা বলের ক্রিকেটে ১১ ম্যাচের মধ্যে ১০টিতেই হেরেছে ইংল্যান্ড। পাঁচটি টি-টোয়েন্টির মধ্যে চারটিতে হার এবং ছয় ওয়ানডের সবগুলোতেই হেরেছে ইংলিশরা।

চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে জয় ছাড়া আসর শেষ করার ক্ষেত্রে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পাশে নাম লিখিয়েছে ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে ৩ ম্যাচ হেরে জয়হীন আসর শেষ করেছিল জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে ওয়ানডেতে জয়-হার বিবেচনায় শতকরা হিসেবে দ্বিতীয়স্থানে আছেন জশ বাটলার। ৪৫ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ১৮টিতে জয় ও ২৬টিতে হেরেছে ইংল্যান্ড। জয়-হার শতকরা হিসেবে ০.৬৯২। সবার উপরে আছেন অ্যালেক স্টুয়ার্ট। ৪৫ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে ১৫টিতে জয় ও ২৫টিতে হেরেছে ইংলিশরার। জয়-হার শতকরা ০.৬০০।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডেতে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাটলার।

শুধুমাত্র অধিনায়ক হিসেবে নয়, ব্যাট হাতে এশিয়ার মাটিতে বাজে পারফরমেন্স অব্যাহত রেখেছেন বাটলার। এশিয়ার মাটিতে ৪৬ ম্যাচে ২৬ দশমিক ৩৪ গড়ে ১০০১ রান করেছে বাটলার। গড় বিবেচনায় চতুর্থস্থানে আছেন বাটলার।

এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন ম্যাচে যথাক্রমে- ২৩, ৩৮ ও ২১ রানের ইনিংস খেলেন বাটলার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচে ৪৩ বল খেলে ২১ রান করেন । এই ইনিংসে কোন বাউন্ডারি বা ওভার বাউন্ডারি মারতে পারেননি তিনি। ফলে ইংল্যান্ডের হয়ে এমন রেকর্ডে জো রুটকে টপকে গেছেন বাটলার। ২০১৮ সালে পাল্লেকেলে শ্রীলংকার বিপক্ষে ৫৭ বল খেলে চার-ছক্কা ছাড়া ৩২ রানে অপরাজিত ছিলেন জো রুট।

এর আগে ওয়ানডেতে একবার ৪০-এর বেশি বলের ইনিংসে বাউন্ডারি মারতে পারেননি বাটলার। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬০ বলে তার ২৮ রানের ইনিংসে কোন চার-ছয় ছিল না।

গতরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে ব্যাট করে এবারের চ্যাম্পিয়ন্স ট্রপিতে আসরে দলীয় সর্বনিম্ন ১৭৯ রানে অলআউট হয় ইংল্যান্ড।



আপনার মূল্যবান মতামত দিন: