odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ইবিতে শিবিরের গণ-ইফতার কর্মসূচিতে সতেরো শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ

odhikarpatra | প্রকাশিত: ৬ March ২০২৫ ২৩:৫২

odhikarpatra
প্রকাশিত: ৬ March ২০২৫ ২৩:৫২

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গণ-ইফতার কর্মসূচি পালন করেছে ইবি শাখা ছাত্রশিবির।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ প্রাঙ্গণে ছেলেদের এবং উম্মুল মু'মিনীন আয়েশা সিদ্দিকা হল সংলগ্ন মেয়েদের মাঝে সতেরো শতাধিক পেকেট ইফতার বিতরণ করা হয়।


সরেজমিনে দেখা যায়, ছাত্রশিবিরের ইফতার আমন্ত্রণে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আসরের নামজ পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও পার্শ্ববর্তী মেস থেকে শিক্ষার্থীরা দলে দলে এসে সমবেত হয়।এসময় শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে ইফতার গ্রহণ করে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাকিব হাসান বলেন, ক্যাম্পাসে শিবিরের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। প্রতিটি ছাত্রসংগঠন যদি এভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে তাহলে ক্যাম্পাসে সুষ্ঠ রাজনৈতিক ধারা অব্যাহত থাকবে। পাশাপাশি শিক্ষার্থীরাও উপকৃত হবে।

শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফি বলেন, আমরা শিক্ষার্থীদের জন্যই কাজ করি। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে উঠুক। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে একদিন ইফতার করানোর ব্যবস্থা করেছি আমরা। ছাত্রশিবির ভবিষ্যতে আরো শিক্ষার্থীবান্ধব কাজ করবে।

শাখা শিবির সাধারণ সম্পাদক ইউসুব আলী বলেন, প্রত্যাশার চেয়ে বেশি শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা ইফতার করেছে। প্রায় ১৭ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে পেরেছি।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
৬ মার্চ, ২০২৫



আপনার মূল্যবান মতামত দিন: