odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 19th November 2025, ১৯th November ২০২৫

যৌথ সামরিক মহড়া করবে ইরান, রাশিয়া ও চীন

odhikarpatra | প্রকাশিত: ১০ March ২০২৫ ১৪:১৭

odhikarpatra
প্রকাশিত: ১০ March ২০২৫ ১৪:১৭

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইরানের উপকূলে সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে ইরান, রাশিয়া ও চীনের নৌবাহিনী।

চলতি সপ্তাহে এই মহড়া অনুষ্ঠিত হবে বলে রোববার ইরানি সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে।

তেহরান থেকে এএফপি জানায়, আমেরিকান আধিপত্য মোকাবিলার অভিন্ন আকাঙ্ক্ষা নিয়ে গত কয়েক বছর ধরে ওই অঞ্চলে একই ধরনের মহড়া চালিয়ে আসছে এই তিন দেশ।

ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি বলেছে, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ওমান উপসাগরে অবস্থিত চাবাহার বন্দরে আগামী মঙ্গলবার থেকে ইরান, রাশিয়া ও চীনের নৌবাহিনীর সামরিক মহড়া শুরু হবে। তবে, ঠিক কতক্ষণ ধরে চলবে বা কখন শেষ হবে সে সম্পর্কে কিছু উল্লেখ করেনি।

তাসনিমের খবরে বলা হয়েছে, ‘চীন ও রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং যুদ্ধ ও সহায়তা জাহাজ, সেইসঙ্গে ইরানের নৌবাহিনীর সেনা এবং বিপ্লবী গার্ডের যুদ্ধজাহাজ’ মহড়ায় অংশগ্রহণ করবে বলে মনে করা হচ্ছে। ভারত মহাসাগরে উত্তরাঞ্চলে এই মহড়া অনুষ্ঠিত হবে। ওই অঞ্চলের নিরাপত্তা জোরদার ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বহুপাক্ষিক সহযোগিতা প্রসারিত করাই এই মহড়ার লক্ষ্য।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মস্কোর প্রতিনিধিত্ব করবে দুটি কর্ভেট ও প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি ট্যাঙ্কার।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে বেশ কয়েক দিন ধরে, ক্রুরা আটক জাহাজ উদ্ধার, সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধারের পাশাপাশি সমুদ্র ও আকাশ লক্ষ্যবস্তুতে কামানের গোলা নিক্ষেপ করবে।’

আজারবাইজান, দক্ষিণ আফ্রিকা, ওমান, কাজাখস্তান, পাকিস্তান, কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবে।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটে দেওয়া এক বার্তায় বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘চাবাহার বন্দরে শুরু হওয়া মহড়ায় একটি বিমান বিধ্বংসী রণতরী ও একটি সরবরাহ জাহাজ মোতায়েন করবে।

‘যেকোনো হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষা ক্ষমতা জোরদার’ করার লক্ষ্যে ফেব্রুয়ারিতে একই এলাকায় ইরানি সেনাবাহিনী মহড়া চালায়।



আপনার মূল্যবান মতামত দিন: