odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ইবি'র পরিবহন প্রশাসকের দায়িত্বে অধ্যাপক ড. শেখ মোঃ আব্দুর রউফ

odhikarpatra | প্রকাশিত: ১২ March ২০২৫ ২৩:০২

odhikarpatra
প্রকাশিত: ১২ March ২০২৫ ২৩:০২

 


ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ।

বুধবার (১২ মার্চ) ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক সাক্ষরিত এক
অফিস আদেশের মাধ্যমে এ নিশ্চিত করেন।

অফিস আদেশে সুত্রে, পরিবহন প্রশাসক হিসেবে নিযুক্ত অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, আল-কুরান অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ও প্রো-ভাইস চ্যান্সেলর উক্ত পদ হতে অব্যাহতি চাওয়ায় তাকে ১২ মার্চ ২০২৫ তারিখ হতে অব্যাহতি প্রদানপূর্বক পুনরাদেশ না দেয়া পর্যন্ত ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ কে যোগদানের তারিখ হতে পরিবহন প্রশাসক হিসেবে ভাইস- চ্যান্সেলর মহোদয় নিয়োগ দান করেছেন।


নব নিযুক্ত পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোঃ আব্দুর রউফ বলেন, শিক্ষার্থীদের কল্যাণে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা যথাযথ ভাবে পালন করার চেষ্টা করবো। পরিবহন খাতের সব স্টেক হোল্ডারদের সাথে আলোচলা করে এই খাতে কি কি সমস্যা আছে তা সমাধান করার চেষ্টা থাকবে৷ ভিসি স্যার সহ অন্যান্য সকলের সাথে আলোচনা করে এই খাতটি কিভাবে এগিয়ে নেওয়া যায় সেভাবেই কাজ করার ইচ্ছা আছে৷ এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
১২ মার্চ, ২০২৫



আপনার মূল্যবান মতামত দিন: