odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ইবিতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

odhikarpatra | প্রকাশিত: ২৬ March ২০২৫ ১৪:২৪

odhikarpatra
প্রকাশিত: ২৬ March ২০২৫ ১৪:২৪

প্রতিনিধি:

দিনব্যাপী নানা আয়োজন ও কর্মসূচির মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৫ পালন করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে একে একে বিভিন্ন সমিতি, হল, বিভাগ, ছাত্রসংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

এসময় সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এর আগে সকাল সাড়ে ১০ টায় প্রশাসন ভবন চত্বর থেকে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ'র নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ স্মৃতিসৌধের সামনে গিয়ে শেষ হয়।

পরে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরবতা পালন ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য গতকাল ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে রাত ১০ টা ৩০ মিনিটে ক্যাম্পাসে এক মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট করা হয়।

মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: