odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

লালমনিরহাটে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ৩ May ২০২৫ ১৪:৫০

odhikarpatra
প্রকাশিত: ৩ May ২০২৫ ১৪:৫০

পটুয়াখালী  জেলার সদর উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে মারুফ হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রহিম মিয়া (৩০) নামে আরেক শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকি এলাকায় জহুরুলের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ হোসেন সদর উপজেলার রাজপুর ইউনিয়নের বালাপাড়া এলাকার আব্দুল খালেকের ছেলে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, দুই শ্রমিক ওই বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন। বিষাক্ত গ্যাসের কারণে একজন উপরে উঠে আসতে সক্ষম হলেও মারুফ নিচে আটকে পড়ে। স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকর্মীরা ট্যাংকের ভেতর থেকে মারুফের মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারুফের মৃত্যু হয়েছে। তবে বিস্তারিত তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: