odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার

odhikarpatra | প্রকাশিত: ১৬ May ২০২৫ ২৩:১১

odhikarpatra
প্রকাশিত: ১৬ May ২০২৫ ২৩:১১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে কাকরাইলে আন্দোলনস্থলে উপস্থিত হয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবি পূরণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবিটি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি আবাসন সংকট মোকাবিলায় অস্থায়ী হল নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ প্রেস ব্রিফিংয় বলেন, আমরা দিনভর বিষয়টি নিয়ে কাজ করেছি। ইউজিসি একটি পরিবারের মতো. একসঙ্গে সমাধান খুঁজছে। শিক্ষার্থীদের সকল দাবি বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।



আপনার মূল্যবান মতামত দিন: