odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ইবিতে গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ১৯ May ২০২৫ ১৬:৪৫

odhikarpatra
প্রকাশিত: ১৯ May ২০২৫ ১৬:৪৫

ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাইবান্ধা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন "গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতি"র আয়োজনে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ১৯ মে) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রর (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়। গাইবান্ধার শিক্ষার্থীদের নিয়ে দিনভার নানা আয়োজন অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সংগঠনটির সভাপতি মো. রুহুল আমিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ, তথ্য ও যোগাযোগ প্রযু্ক্তি বিভাগের অধ্যাপক ড. মো. শিপন মিয়া এবং আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী-সহ অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা।

সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. শিপন মিয়া বলেন, 'পাবলিক বিশ্ববিদ্যালয় একটা নতুন পরিবেশ। এখানে প্রচুর স্বাধীনতা আছে। তোমাদের প্রধান লক্ষ্য ভালোভাবে পড়ালেখা করে নিজেকে দেশ ও জাতীর কল্যাণে উপযুক্ত করে গড়ে তোলা। তোমার এমন কিছু করবেনা যার জন্য তোমাদের বাবা-মা, সমাজ বা দেশ লজ্জিত হয়।

এসময় তিনি গাইবান্ধা জেলা কল্যাণ সমিতি'র অ্যালামনাইদের মধ্যে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমের অগ্রগতি সাধনের জন্য জন্য কমিটির সদস্যদের আহ্বান জানান।

সংগঠনটির সভাপতি মো. রুহুল আমিন বলেন, "বিদায়ীরা পড়াশোনার একটি ধাপ অতিক্রম করে জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাময় জীবনে প্রবেশ করছে। অন্যদিকে আগত নবীণ শূন্যতাকে পূর্ণ করছে। যারা নবীণ তারা পড়াশোনার পাশাপাশি নিজেদের স্কিল ডেভেলপ করতে ক্যাম্পাসের বিভিন্ন সংগঠনে যুক্ত হতে পারো। বাবা-মা যে উদ্দেশ্য নিয়ে তোমাকে ক্যাম্পাসে পাঠিয়েছে তাদের সেই স্বপ্ন পূরণে চেষ্টা করবে। মাদক থেকে দূরে থাকতে হবে, কারণ মাদক তোমাদের সুন্দর স্বপ্নকে নষ্ট করে দিতে পারে।"

উল্লেখ্য, গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ভর্তি সহায়তা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জরুরি সময়ে সহায়তা প্রদানসহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে উক্ত সংগঠন।

 

মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: