odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ঢাবি ক্যাম্পাসকে নিরাপদের দাবিতে প্রক্টরকে স্মারকলিপি দিল ছাত্র সংসদ

odhikarpatra | প্রকাশিত: ১৯ May ২০২৫ ২২:৩৬

odhikarpatra
প্রকাশিত: ১৯ May ২০২৫ ২২:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ভবঘুরে, মাদকাসক্ত মুক্ত নিরাপদ ক্যাম্পাস গড়তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ঢাবি শাখা।

আজ সোমবার বিকেলে প্রক্টরের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন সংগঠনটির নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদান শেষে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ভবঘুরে, মাদকসেবী, অপ্রকৃতিস্থ এবং উদ্বাস্তুদের অবস্থান। তাদের উপস্থিতি ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে। প্রায়শই এই উদ্বাস্তুরা নারী শিক্ষার্থীদের হেনস্তা করে ও তাদের চলাফেরায় বাঁধার সৃষ্টি করে।

তিনি আরও বলেন, মূল ক্যাম্পাস থেকে তুলনামূলক দূরে নারী শিক্ষার্থীদের তিনটি হলের সামনে ও যাতায়াতের রাস্তায় এসব উদ্বাস্তুদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা নারী শিক্ষার্থীদের অবাধ চলাফেরায় ব্যাঘাত ঘটায়। সুফিয়া কামাল হলের পাশে অবস্থিত ফুটওভার ব্রিজকে উদ্বাস্তুরা নিজেদের ঘাঁটি করে নিয়েছে।

প্রক্টরকে দেওয়া স্মারকলিপিতে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ৫ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।

পাঁচটি দাবি হলো- ক্যাম্পাসে অবস্থানরত ভবঘুরে, ভাসমান ও উদ্বাস্তুদের দ্রুতই ক্যাম্পাস থেকে সরিয়ে নেওয়া, ক্যাম্পাস থেকে তুলনামূলক দূরে অবস্থিত নারীদের হল এলাকায় সন্ধ্যা থেকে প্রক্টরিয়াল টিমের অবস্থান আরো জোরদার করা, ক্যাম্পাসে অবস্থারত ভবঘুরেদের উচ্ছেদ শেষে যেন তারা আবারও ফিরে না আসতে পারে তার ব্যবস্থা করা, ক্যাম্পাসে বেড়ে উঠা উদ্বাস্তু শিশু-কিশোরদের যথাযথ প্রক্রিয়ায় পুনর্বাসনের সহায়তা করা এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা কর্মকাণ্ড ত্বরান্বিত করা।



আপনার মূল্যবান মতামত দিন: