odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ইবি 'তারুণ্যে'র উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি

odhikarpatra | প্রকাশিত: ২৩ May ২০২৫ ১৮:২১

odhikarpatra
প্রকাশিত: ২৩ May ২০২৫ ১৮:২১

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন 'তারুণ্যের' উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কার ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (২৩ মে) 'তারুণ্য'র লিডারশীপ ট্রেনিং-এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর ও বটতলা প্রাঙ্গণ পরিস্কার এবং টিএসসিসি, জিমনেসিয়াম ও রবীন্দ্র-নজরুল কলা ভবন সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ করা হয়।

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা বলেন, তারুণ্য'র ধারাবাহিক কার্যক্রমের মধ্যে সমাজসেবা ও আন্তউন্নয়নমূকল কাজ রয়েছে। এরই ধারাবাহিকতার আমরা প্রতিবছর বিভিন্ন ধরণের ট্রেনিং দিয়ে থাকি। এর মাধ্যমে আমার শিখে থাকি সমাজ সেবার পাশাপাশি কীভাবে দলগত কাজ করতে হয়। আমাদের প্রশিক্ষকের নির্দেশনা মোতাবেক দলগত কাজের অংশ হিসেবে আজ আমরা পরিষ্কার ক্যাম্পাস ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করছি।

তিনি ক্যাম্পাসের শিক্ষার্থীদের আহ্বান করে বলেন, ক্যাম্পাস যেহেতু আমাদের সবার আমরা, আমাদের সকলকেই সচেতন হতে হবে। তারুণ্য একটাই এটা পরিষ্কার রাখতে পারবে না। আমাদের সবার সচেতন হতে হবে। ক্যাম্পাসকে আপন মনে করে পরিষ্কার রাখতে হবে। আসুন আমরা পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করি, আগামীর জন্য একটি সুন্দর সমাজ গড়ি। এখন বর্ষার মৌসুম আসছে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে একটা করে হলেও বৃক্ষ রোপণ করি ও তার যত্ন নেয়।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: