odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

ইবিতে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের নবীন বরণ অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ২৪ May ২০২৫ ২২:৩৭

odhikarpatra
প্রকাশিত: ২৪ May ২০২৫ ২২:৩৭

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন 'ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট'এর নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে)দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ১১৬ নম্বর কক্ষে ব্যতিক্রমের ৫ টি বিভাগের ৩০ এর অধিক নবীন সদস্যদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে 'ব্যতিক্রমে' যুক্ত হতে পারাতে নবীনদের মধ্যে উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্যের অনন্য আবহ সৃষ্টি হয়।

ব্যতিক্রম জোটের পরিচালক মু. ওয়ায়েস কুরুনী'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যতিক্রম জোটের উপদেষ্টা অধ্যাপক ডক্টর কামরুল হাসান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির অন্য উপদেষ্টা অধ্যাপক ডক্টর আব্দুল বারী।

এসময় সংগঠনটির পরিচালক মু. ওয়ায়েস কুরুনী বলেন, নবীনদের নিয়ে খুব দ্রুতই আনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষণ ক্লাস শুরু হবে। সবার উপস্থিতি এবং চেষ্টা অব্যাহত থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছানো সম্ভব হবে ইনশাআল্লাহ।

মো.সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: