odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

ইবিতে 'অভয়ারণ্য'র ব্যতিক্রমী ঈদ চিঠি

odhikarpatra | প্রকাশিত: ৩ June ২০২৫ ১২:২১

odhikarpatra
প্রকাশিত: ৩ June ২০২৫ ১২:২১

ইবি প্রতিনধি,

যান্ত্রিক পৃথিবীরকে উপেক্ষা করে পুরনো দিনের আদলে হাতে লেখা চিঠির মাধ্যমে ঈদ শুভেচ্ছা জানিয়ে সাড়া ফেলেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন 'অভয়ারণ্য'।

পরিবেশবান্ধব ব্যতিক্রমী ঈদ শুভেচ্ছা মুগ্ধ করেছে ক্যাম্পাসের বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনকে।

চিঠিতে কাপরের উপরে কলমের আঁচড়ে পবিত্র ঈদুল আযহার বিভিন্ন বার্তা ফুটিয়ে তুলে জানানো হয়েছে ঈদের শুভেচ্ছা। যা পাটের চট দিয়ে ফ্রেম বানিয়ে সুতা দিয়ে হাতে সেলাই করে দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে।

অভয়ারণ্য'র এমন পরিবেশবান্ধব ব্যতিক্রমী চিঠির মাধ্যমে ঈদের উষ্ণতা ছড়ানোর ব্যাপারে এক শিক্ষার্থী বলেন, বর্তমান যুগেও হাতে লেখা পাটের চটে মোড়ানো পরিবেশবান্ধব এমন ঈদ চিঠি সত্যিই বিস্ময়কর। যান্ত্রিক দুনিয়ায় ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপকে উপেক্ষা করে পুরনো দিনের আদলে এমন ঈদ শুভেচ্ছা সত্যি মন ছুয়ে যায়।

এবিষয়ে সংগঠনটির সভাপতি নাঈমুল ফারাবি বলেন, এবছর ঈদুল আযহা উপলক্ষ্যে আমরা একটুখানি ভালোবাসা ছড়িয়ে দিতে চেয়েছি ব্যতক্রমি ঈদকার্ডের মাধ্যমে। আমাদের উদ্দেশ্য ছিল এই যান্ত্রিক সময়ে একটুখানি মন ছুঁয়ে যাওয়া, যেন কেউ অনুভব করে তার জন্যে কোমল স্পর্শে একটুখানি ভালোবাসা উপহার দেওয়া হয়েছে।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: