odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
নারীর প্রতি সহিংসতা বন্ধে তরুণদের এগিয়ে আসতে হবে : চুমকি

নারীর প্রতি সহিংসতা বন্ধে তরুণদের এগিয়ে আসতে হবে : চুমকি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৫ March ২০১৮ ১৮:২৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৫ March ২০১৮ ১৮:২৭

নারীর প্রতি সহিংসতা বন্ধে তরুণদের এগিয়ে আসতে হবে : চুমকি

ঢাকা, ১৫ মার্চ ২০১৮: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে তরুণদের এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, ‘ইভটিজিং ও নারী নির্যাতন করার মধ্যে কোন কৃতিত্ব নেই বরং সমাজ নির্যাতনকারীদের ঘৃণা করে’।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অডিটরিয়ামে ‘সেন্টার ফর ম্যান এন্ড মাসকিউলাইনাইটিজ স্টাডিজ’ (সিএমএমএস) আয়োজিত ‘ইয়ুথ এডভোকেসি ফোরাম অন প্রিভেনন্টিং ভাইওলেন্স এগেইনেস্ট উইমেন এন্ড গার্ল’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘ভিলেন’ না হয়ে ‘হিরো’ হওয়ার জন্য তরুণদের প্রতি আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যারা ইভটিজিং এবং নারী নির্যাতনের প্রতিবাদ করে তারা সমাজের হিরো’।
সিএমএমএস এর উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন ড. মোঃ রহমতউল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইবিএ’র পরিচালক অধ্যাপক ড. একেএম সাইফুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ ও বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারাকাত, ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসের প্রথম সচিব ড. অ্যানী ভেস্টজিনস প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএমএমএস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিস বিভাগের চেয়ারম্যান ড. সাইয়েদ শেখ ইমতিয়াজ।



আপনার মূল্যবান মতামত দিন: