odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

দেলদুয়ারে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন

odhikarpatra | প্রকাশিত: ৯ June ২০২৫ ২৩:২৩

odhikarpatra
প্রকাশিত: ৯ June ২০২৫ ২৩:২৩

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

আজ চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তৃতা করেন অধ্যাপক আমিনুজ্জামান, ব্যারিস্টার মো. গোলাম নবী, সাবেক ইউপি সদস্য মানিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুরুজ, সাবেক পুলিশ সুপার আইন উদ্দিন, চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাকসুদুর রহমান বুলেট, টাঙ্গাইল আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন প্রমুখ। এ সময় চালা আটিয়া গ্রামের সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি মহল বিদ্যালয়ের কাজ বন্ধ করে দিয়েছে। এটি সরকারি স্কুলের কাজ। দ্রুত ভবন নির্মাণ শেষ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান এলাকাবাসী। ইতোমধ্যে পাইলিং কাজ শেষ। কিন্তু নতুন ভবন না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষাজীবন। কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে নতুন ভবন খুবই প্রয়োজন।

সম্প্রতি একটি মহল চালা আটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: