odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ইবি তারুণ্য'র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

odhikarpatra | প্রকাশিত: ২৯ June ২০২৫ ২০:৩৬

odhikarpatra
প্রকাশিত: ২৯ June ২০২৫ ২০:৩৬

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন 'তারুণ্য'র ১৬তম বার্ষিক সাধারণ সভা, নির্বাচন ও সুবাসিত সদস্য সংবর্ধনা-২০২৫' অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ জুন) সকাল ১১ টা থেকে শুরু হয়ে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১৬৬ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

তারুণ্য'র সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং তারুণ্য'র সদস্য সুমন ইসলাম এবং জিন্নাত আলভি'র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. মো. জাকির হোসেন এবং তারুণ্য'র উপদেষ্টা ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী।

এছাড়াও উপস্থিত ছিলেন তারুণ্য'র সাধারণ-সম্পাদক ফাবিহা বুশরা, ১১ তম যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, ১২তম সাধারণ সম্পাদক আব্দুল করিম, ২২-২৩ অর্থবছরের সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম, ২৩-২৪ অর্থবছরের সভাপতি মো. মারুফ হোসেন এবং সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়, সাবেক প্রচার সম্পাদক ওমর ফারুক, সুবাসিত সদস্য রিফাত হাসান অর্ণব এবং হাসিবুর রহমান পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক ফাবিহা বুশরার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী এ অনুষ্ঠানের শুরু হয়। এরপর তারুণ্য'র বিভিন্ন সুবাসিত সদস্যর তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে সুবাসিত সদস্য এবং তারুণ্য সেরা রক্তদাতাদের মাঝে সনদ প্রদান করা হয়। এছাড়াও সেরা ভলেন্টিয়ারদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। বার্ষিক সাধারণ সভার মূল আকর্ষণ ছিল নতুন অর্থবছরের জন্য সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচন। সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ নির্বাচিত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন,"তারুণ্যের নিজস্ব ঐতিহ্য রয়েছে, তারা বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করে থাকে। ক্যাম্পাসে তারুণ্যের সেচ্ছাসেবামূলক কাজ এবং বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের সাথে সমন্বয় করে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মানে উত্তরোত্তর এগিয়ে যাবে বলে আশা করি।"

উল্লেখ্য যে তারুণ্য একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন, যা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত। 'অবারিত সম্ভাবনা নিয়ে জাগ্রত তারুণ্য' প্রতিপাদ্য নিয়ে ২০০৯ সালের ২৯ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: