odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

ইবিতে ২য় দিনের মত বৈছাআ'র বৃক্ষরোপণ

odhikarpatra | প্রকাশিত: ৬ July ২০২৫ ২৩:১১

odhikarpatra
প্রকাশিত: ৬ July ২০২৫ ২৩:১১

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আয়োজনে জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের মত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুলাই উদ্যানে অন্তত একশত গাছের চারা রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের
প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, পঙ্কজ রায় প্রমুখ।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার -সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, "জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রায় দুই হাজার বৃক্ষরোপণের একটি কর্মসূচি পালন করছি। তারই ধারাবাহিকতায় গতদিন সেন্ট্রাল মসজিস প্রাঙ্গণে কিছু গাছ লাগিয়েছি। আজ আমরা জুলাই উদ্যানে কিছু গাছ লাগাচ্ছি। আমাদের এ কার্যক্রমটা পুরো জুলাই মাসব্যাপী ক্যাম্পাদের বিভিন্ন জায়গায় পরিচালিত হবে।'

প্রসঙ্গত, গত ২ জুলাই বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ প্রঙ্গণে কিছু গাছের চারা রোপনের মাধ্যমে মাসব্যাপী এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোদন করা হয়।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: