odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

সাজিদ আবদুল্লাহ্'র মৃত্যুতে ইবিতে শোক র‍্যালি

odhikarpatra | প্রকাশিত: ২০ July ২০২৫ ১৬:২০

odhikarpatra
প্রকাশিত: ২০ July ২০২৫ ১৬:২০

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের দাবি সমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন দাবিতে এবং সাজিদ আব্দুল্লাহ'র বিদেহী আত্মার প্রতি সমবেদনা জানিয়ে শোক র‍্যালি করেছে বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ।

রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিভাগ থেকে একটি শোক র‍্যালি বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিক্ষক-শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে সমবেত। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রুটিন উপাচার্য ও বিভাগটির শিক্ষক অধ্যাপক ড. এম এয়াকুব আলী, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নাছির উদ্দিন মিঝি, একই বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী, অধ্যাপক ড. এ.বি.এম. ফারুক, অধ্যাপক ড. হাফেজ আবু নোমান মো. এরশাদ উল্লাহ, অধ্যাপক ড. মোহা. লোকমান হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রাব্বানী, অধ্যাপক ড. খান মুহাম্মদ ইলিয়াস, অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, অধ্যাপক ড. শেখ এ.বি.এম. জাকির হোসেন এবং অধ্যাপক ড. এ.কে.এম. রাশেদুজ্জামান সহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সংক্ষিপ্ত সমাবেশে অধ্যাপক ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী নিহত সাজিদ আবদুল্লাহ্'র স্মরণে বিশ্ববিদ্যালয়ের কোনো হল বা ভবন তার নামে করার আহ্বান জানায়।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. নাছির উদ্দিন মিঝি বলেন, ‘মেধাবী শিক্ষার্থী সাজিদের অকাল ও রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত আমাদের বিভাগ মাঠে থাকবে।

এসময় উপস্থিত ভারপ্রাপ্ত রুটিন উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, ‘হল কর্তৃপক্ষ, প্রশাসন ও পুলিশ প্রশাসন ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। তদন্ত করার সময় কেউ বাঁধা দিলে আমাকে বলবেন, সর্বোচ্চ ব্যবস্থা নিব। আমাদের প্রতি আস্থা রাখেন। দৃষ্টান্তমূলক শাস্তি হবে।’

উল্লেখ্য, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাজিদের মৃত্যুর তদন্ত দ্রুততম সময়ে সম্পন্ন করে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা, পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, আবাসিক হলে শিক্ষার্থীদের এন্ট্রি ও এক্সিট শতভাগ মনিটরিংয়ের আওতায় নিয়ে আসা, ক্যাম্পাসের চারপাশে পূর্ণাঙ্গ নিরাপত্তাবেষ্টিত বাউন্ডারি ওয়াল নির্মাণ করা, ক্যাম্পাসে পর্যাপ্ত স্ট্রিট লাইট স্থাপন ও সক্রিয় রাখা ও বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: