odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ঢাবিতে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত দুই শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

odhikarpatra | প্রকাশিত: ৭ August ২০২৫ ২১:৪৯

odhikarpatra
প্রকাশিত: ৭ August ২০২৫ ২১:৪৯

সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত দুই বিভাগের দু’জন শিক্ষার্থীকে এককালীন ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা বৃত্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

‘মো. মুনিরুল ইসলাম-শামসুন্নাহার বেগম ট্রাস্ট ফান্ড’ থেকে তাদের এই বৃত্তি প্রদান করা হয়। 

আজ বৃহস্পতিবার ঢাবি’র উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন লোক প্রশাসন বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মো. সুবহান আলী হৃদয় এবং পপুলেশন সায়েন্সেস বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মো. সিহাব প্রধান।

ঢাবি’র কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, দাতা পরিবারের সদস্য ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নায়িম সুলতানা এবং ট্রাস্ট ফান্ডের দাতা উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পিতা-মাতার স্মৃতি রক্ষার্থে উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা ১০লাখ টাকা অনুদান দিয়ে ২০২৪ সালে মো. মুনিরুল ইসলাম-শামসুন্নাহার বেগম ট্রাস্ট ফান্ড’ গঠন করেন। এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ১ম বর্ষ ২য় সেমিস্টারে অধ্যয়নরত দু’জন এতিম ও অসচ্ছল শিক্ষার্থীকে এককালীন ২৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়



আপনার মূল্যবান মতামত দিন: