odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

ইবি 'রক্তিমা'র সভাপতি সোহরাব, সম্পাদক ফারহানা

odhikarpatra | প্রকাশিত: ১৭ August ২০২৫ ১৭:২৫

odhikarpatra
প্রকাশিত: ১৭ August ২০২৫ ১৭:২৫

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন 'রক্তিমা'র ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফিকহ্ অ্যান্ড ‘ল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহরাব উদ্দিন আহম্মেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষের লোক প্রশাসন বিভাগের ফারহানা আফরিন নির্বাচিত হয়েছেন।

রবিবার (১৭ আগস্ট) সংগঠনটির উপদেষ্টামন্ডলী ও সদ্য সাবেক সভাপতি সিরাজুম মুনিরা এবং সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক মরিয়ম খাতুন, অফিস সম্পাদক  আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ তানভীর আহমেদ, প্রচার সম্পাদক সুধক্ষীণা বিশ্বাস সকাল, রক্তদান বিষয়ক সম্পাদক হিতু আরা খাতুন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফারহানা আফরিন বলেন, "এই দায়িত্ব আমার জন্য গৌরবের পাশাপাশি একটি বড় চ্যালেঞ্জ। রক্তদানের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে চাই। পূর্ণাঙ্গ কমিটি গঠিত হলে নারী শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক কাজে আরও বেশি সম্পৃক্ত করার উদ্যোগ নেব।"

নতুন সভাপতি সোহরাব উদ্দিন আহম্মেদ বলেন, "রক্তিমা শুধু একটি সংগঠন নয়, এটি মানবতার সেবায় নিবেদিত একটি পরিবার। দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমরা রক্তিমাকে আরও কার্যকর ও সমাজমুখী কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে নিতে চাই। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে, যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে। সেই পূর্ণাঙ্গ কমিটির নেতৃত্বে রক্তিমা আরও শক্তিশালীভাবে কাজ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।"


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: