odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

বাকৃবি বন্ধ ঘোষণা, সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ

odhikarpatra | প্রকাশিত: ৩১ August ২০২৫ ২২:২৫

odhikarpatra
প্রকাশিত: ৩১ August ২০২৫ ২২:২৫

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সবগুলো একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঘোষণার পরপরই শিক্ষার্থীদের দ্রুত হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকাল ৯টার মধ্যেই শিক্ষার্থীদের আবাসিক হল খালি করতে হবে

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, হল খালি না করলে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকেও নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয় হঠাৎ বন্ধ ঘোষণা করায় অনেক শিক্ষার্থী পড়েছেন ভোগান্তিতে। কেউ বাসায় ফেরার টিকিট পাচ্ছেন না, আবার কেউ দ্রুত গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

কেন বিশ্ববিদ্যালয় হঠাৎ বন্ধ ঘোষণা করেছে সে বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো কারণ এখনো জানানো হয়নি। তবে শিক্ষার্থীদের নিরাপত্তা ও ক্যাম্পাসের শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।


 



আপনার মূল্যবান মতামত দিন: