odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

রাবি রাকসু নির্বাচন নিয়ে সংঘর্ষ, ভিসির কড়া সতর্কবার্তা

odhikarpatra | প্রকাশিত: ৪ September ২০২৫ ২৩:৪২

odhikarpatra
প্রকাশিত: ৪ September ২০২৫ ২৩:৪২

অধিকার পত্র ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে আন্দোলনকারীরা বৃহস্পতিবার নির্বাচন অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে। এসময় ছাত্রলীগ ও ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সেলেহ হাসান নকীব শিক্ষার্থীদের এই আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, “তোমরা তালা দিবা, তোমরা হাতাহাতি করবা, আর তোমাদের ইলেকশন আমাকে করে দিতে হবে—এটা কি মামার বাড়ির আবদার?”

ভিসি আরও বলেন, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন। কিন্তু শিক্ষার্থীরা যদি নিয়ম ভঙ্গ করে অশোভন আচরণ চালিয়ে যায়, তাহলে নির্বাচনী পরিবেশ নষ্ট হয়ে যাবে।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে উপাচার্য সেনা মোতায়েন প্রসঙ্গে শঙ্কা প্রকাশ করলেও আশা প্রকাশ করেন যে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে। প্রয়োজনে প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে বলেও তিনি সতর্ক করেন।



আপনার মূল্যবান মতামত দিন: