odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ইবিতে তরুণ কলাম লেখক ফোরামের বর্ষসেরা সম্মাননা প্রদান

odhikarpatra | প্রকাশিত: ১১ September ২০২৫ ২০:৪৬

odhikarpatra
প্রকাশিত: ১১ September ২০২৫ ২০:৪৬

ইবি প্রতিনিধি:


'বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম' ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখায় ২০২৪-২৫ কার্যবর্ষের ৬ জন লেখককে ‘বর্ষসেরা সম্মাননা’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সংগঠনটির কার্যনির্বাহী পর্ষদের সিদ্ধান্তে লেখকদের এ সম্মাননা প্রদান করা হয়।

এতে বর্ষসেরা সংগঠক হিসেবে মো. রবিউস সানি জোহা, বর্ষসেরা লেখক হিসেবে রুনা লায়লা, উদ্যমী সংগঠক হিসেবে এস. এম. রেদোয়ানুল হাসান রায়হান, উদ্যমী লেখক হিসেবে মোজাহিদ হোসেন এবং বর্ষসেরা টিম লিডার হিসেবেতামান্না ইসলাম ও মো. আব্দুল্লাহ আল মুনায়েম নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, 'বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম' ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা প্রতিবছর সদস্যদের কার্যক্রমের উপর ভিত্তি করে বর্ষসেরা লেখক, বর্ষসেরা সংগঠক, উদ্যমী সংগঠক-সহ বিভিন্ন বিভাগে সেরাদের মূল্যায়ন করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৪- ২৫ কার্যবর্ষের বিভিন্ন বিভাগে সেরা খেতাব অর্জনকারীদের তালিকা ঘোষণা করা হয়েছে।

এবিষয়ে শাখা সভাপতি মো. রুহুল আমিন বলেন, লেখক ফোরাম লেখালেখির পাশাপাশি একজন তরুণকে সুনাগরিক ও সাংগঠনিক করে গড়ে তোলে। তারই ধারাবাহিকতায় লেখকদের দক্ষ করে তুলতে ও তাদের লেখনীর ধারা অব্যাহত রাখতেই তাদের এই বর্ষসেরাসংগঠক ও বর্ষসেরা লেখক সম্মাননা প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, 'বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম' ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা তরুণ লেখক সৃষ্টি, পাঠচক্র আয়োজন, লেখালেখি বিষয়ক কর্মশালা ও তরুণদের লেখালেখিতে উদ্বুদ্ধ করে থাকে। সংগঠনটি ২০১৯ সালে প্রতিষ্ঠা পরবর্তী সময় থেকে পরপর "৫ম বার বর্ষসেরা শাখা" নির্বাচিত হয়েছে এবং তরুণ লেখকদের লেখালেখিতে উদ্বুদ্ধ করে চলছে।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: