odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

জাকসু নির্বাচন: রোববার বন্ধ থাকবে ক্লাস-পরীক্ষা

odhikarpatra | প্রকাশিত: ১৩ September ২০২৫ ১৬:২০

odhikarpatra
প্রকাশিত: ১৩ September ২০২৫ ১৬:২০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন উপলক্ষে রোববার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকসু ও হল সংসদ নির্বাচন-২০২৫ এর ভোট গ্রহণ প্রস্তুতি, ভোট গ্রহণ ও গণনা কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ সময় ধরে কাজ করেছেন। তাদের কিছু অংশ এখন শারীরিক ও মানসিকভাবে পরিশ্রান্ত, যার কারণে আগামীকাল (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সব অফিস, ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

তবে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রম চলমান থাকবে এবং ভর্তির সঙ্গে সংশ্লিষ্ট কার্যালয়গুলো খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং অফিস যথাসময়ে শুরু হবে, তবে পূর্বনির্ধারিত চূড়ান্ত পরীক্ষা স্থগিত থাকবে।

, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কার্যক্রমের কারণে সাময়িকভাবে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে, তবে ভর্তি কার্যক্রম চলতে থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: