odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনে ওএমআর মেশিনে ভোট গণনা

odhikarpatra | প্রকাশিত: ১৪ September ২০২৫ ২২:৫৫

odhikarpatra
প্রকাশিত: ১৪ September ২০২৫ ২২:৫৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে এবার ভোট গণনা করা হবে ওএমআর (Optical Mark Recognition) মেশিনের মাধ্যমে। প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান।

এদিকে, রাকসু নির্বাচনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ১২ দফা প্রস্তাব দিয়েছে ছাত্রদল ও রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ প্যানেল। শনিবার বিকালে যৌথ সংবাদ সম্মেলনে তারা এ প্রস্তাব দেয়। প্রধান নির্বাচন কমিশনার জানান, ওএমআর মেশিনেই ভোট গণনা করা হবে।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ছাত্রশিবিরের বিরুদ্ধে হলগুলোতে শিক্ষার্থীদের আতর, খাবারসহ নানা উপঢৌকন দেওয়ার এবং ব্যালট নম্বরে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে। এটি নির্বাচন কমিশনের নিরপেক্ষতার ঘাটতি স্পষ্ট করে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার, ভোটারদের আঙুলে অমোচনীয় কালি ব্যবহার, ছবিসহ ভোটার তালিকা প্রকাশ, ম্যানুয়াল ভোট গণনা, নির্বাচনি খরচ ও পোস্টারের সংখ্যা নির্দিষ্টকরণ, ব্যালট ছাপানো ও বাঁধাই পর্যন্ত এজেন্টদের উপস্থিতি নিশ্চিত করা, পর্যাপ্ত বুথের ব্যবস্থা, ডিজিটাল বোর্ডে ভোটার নাম্বার প্রকাশ, সাইবার বুলিং প্রতিরোধে কার্যকর সেল গঠন ও বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক বিভ্রান্তিকর পেজ-গ্রুপ বন্ধ করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া, ভোটের দিন ভোটার তালিকা হাতে ধরিয়ে না দেওয়ার মতো বিষয়গুলোও প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনকে কেন্দ্র করে এসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: