odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ দলের সদস্যদের বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং

odhikarpatra | প্রকাশিত: ১৮ September ২০২৫ ০১:২৭

odhikarpatra
প্রকাশিত: ১৮ September ২০২৫ ০১:২৭

নিজস্ব প্রতিবেদক | অধিকার পত্র ডটকম

চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের কাউকে বাসা বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। এ বিষয়ে স্থানীয়ভাবে মাইকিং করে সাধারণ জনগণকে সতর্ক করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে মাইকিংয়ের ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়।

পুলিশের সতর্কবার্তা

মাইকিং করে জানানো হয়—

  • নতুন ভাড়াটিয়া নিলে তাদের ভোটার আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দিতে হবে।
  • কোনো নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা বা ফ্ল্যাট ভাড়া দেওয়া যাবে না।
  • যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয়, তবে বাড়ির মালিককেও সহযোগী হিসেবে আইনের আওতায় আনা হবে।

থানার ওসির বক্তব্য

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “এ ঘোষণা সরকারের নিষিদ্ধ সব সংগঠনের ক্ষেত্রে প্রযোজ্য। নির্দিষ্ট কোনো সংগঠনকে লক্ষ্য করে এটি দেওয়া হয়নি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ।”


সারসংক্ষেপ

✅ কর্ণফুলীতে পুলিশের মাইকিংয়ে নিষিদ্ধ দলের সদস্যদের বাসা ভাড়া না দেওয়ার নির্দেশ।
✅ নতুন ভাড়াটিয়ার তথ্য থানায় জমা দেওয়ার আহ্বান।
✅ ভাড়াটিয়া সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে বাড়ির মালিকও দায়ী থাকবেন।
✅ পুলিশের দাবি—এটি সাধারণ নিরাপত্তামূলক উদ্যোগ, নির্দিষ্ট সংগঠনকে লক্ষ্য করে নয়।



আপনার মূল্যবান মতামত দিন: