odhikarpatra@gmail.com ঢাকা | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

ইবিতে শ্রমজীবীদের মাঝে গাছ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

odhikarpatra | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৫

odhikarpatra
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৫

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভয়ারণ্য’ এবং ‘সেইভ ইয়্যুথের’ যৌথ উদ্যোগে শ্রমজীবী মানুষদের মাঝে গাছ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ক্যাম্পাসের ডায়না চত্বরে 'সবুজের যত্ন' নামে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় ক্যাম্পাসের ভ্যানচালক, পরিচ্ছন্নতাকর্মী, শ্রমজীবি ও ফুটপাত দোকানদারীদের মাঝে আম, কাঠাল, লেবুসহ বিভিন্ন ধরনের দেড় শতাধিক গাছ এবং পাশাপাশি তাদেরকে গনতান্ত্রিক ও নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়।

অভয়ারণ্য'র সভাপতি নাইমুল ফারাবী বলেন, গত বছরের মত এবারেও আমরা গাছ উপহার অনুষ্ঠান করছি। আমরা শ্রমজীবী মানুষদের মাঝে দেড় শতাধিক গাছ বিতরণ করেছি।

তিনি বলেন, অনেক সময় আমরা বিভিন্ন প্রলোভন দ্বারা প্রভাবিত হয়ে যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে অন্য প্রার্থীকে ভোট দিই। এটা শ্রমজীবি মানুষদের দ্বারা বেশি হয়ে থাকে। তাই তাদের মাঝে গনতান্ত্রিক ও নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য সেইভ ইয়্যুথ ইবি চ্যাপ্টারের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।


নাইমুল ফারাবী বলেন, আমরা শ্রমজীবি মানুষদের সাথে মিশে গিয়ে তাদের ভালোবাসা অর্জন করতে চাই। আর এই সম্পর্কটা আমরা যত্নের সহিত সৃষ্টি করতে চাই। তাই আমরা তাদের সবুজ গাছ উপহার দিচ্ছি।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
ফোন: ০১৭৭৫৬৯৮০০৩



আপনার মূল্যবান মতামত দিন: