odhikarpatra@gmail.com ঢাকা | সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪ আশ্বিন ১৪৩২

আইওয়ার সবচেয়ে বড় স্কুল জেলার সুপারিনটেনডেন্টকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ

odhikarpatra | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২২

odhikarpatra
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২২

 

অধিকার পত্র ডটকম ডেস্ক রিপোর্ট 

আইওয়া অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান ডেস ময়েনস পাবলিক স্কুলস–এর সুপারিনটেনডেন্ট ড. ইয়ান রবার্টসকে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক পুলিশ (ICE) গ্রেপ্তার করেছে।
শুক্রবার সকালে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তিনি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং তার বিরুদ্ধে অস্ত্র রাখার অভিযোগও রয়েছে।

কারণ ও অভিযোগ

তদন্ত সংস্থা জানায়, গ্রেপ্তারের সময় ইয়ান রবার্টসের কাছে একটি লোডেড হ্যান্ডগান, ৩ হাজার মার্কিন ডলার নগদ অর্থ এবং একটি শিকারি ছুরি পাওয়া গেছে। মার্কিন আইনে বৈধ কাগজপত্র ছাড়া কোনো বিদেশি নাগরিকের অস্ত্র রাখার অনুমতি নেই।

বিতর্কিত প্রতিক্রিয়া

অভিবাসন কর্তৃপক্ষ তাকে "অপরাধী বিদেশি" আখ্যা দিলেও, ডেস ময়েনস স্কুল বোর্ডের সভাপতি জ্যাকি নরিস সাংবাদিকদের বলেন—
"ড. রবার্টস আমাদের শিক্ষা পরিবারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য তার অবদান অসামান্য।"
তার গ্রেপ্তারের প্রতিবাদে স্থানীয় আদালত ভবনের সামনে বিক্ষোভ হয়েছে। সেখানে ব্যানারে লেখা ছিল— “Education, not deportation – Free Dr. Roberts”।

শিক্ষাক্ষেত্রে অবদান

২০২৩ সালে আইওয়া বোর্ড অব এডুকেশন রবার্টসকে সুপারিনটেনডেন্টের লাইসেন্স দেয়। বর্তমানে তিনি প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম তদারকি করছিলেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেছেন এবং গায়ানার হয়ে অলিম্পিকে অংশ নিয়েছিলেন।

অস্থায়ী সুপারিনটেনডেন্ট নিয়োগ

রবার্টসের অনুপস্থিতিতে ম্যাট স্মিথকে ডেস ময়েনস স্কুলসের অন্তর্বর্তীকালীন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রেক্ষাপট

ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে দেশজুড়ে কর্মস্থল ও কমিউনিটি নেতাদের ওপর অভিযান চালানো হচ্ছে। এতে দমকলকর্মী, সাংবাদিক ও ধর্মীয় নেতারাও আটক হয়েছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: