odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

নরসিংদীর আলোকবালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে যুবদল নেতা নিহত

odhikarpatra | প্রকাশিত: ২৯ September ২০২৫ ১৩:৫৮

odhikarpatra
প্রকাশিত: ২৯ September ২০২৫ ১৩:৫৮

অধিকার পত্র ডেস্ক রিপোর্ট 

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক হোসেন (৪২) নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে প্রতিপক্ষের ছোড়া গুলিতে তিনি আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
নিহত সাদেক হোসেন আলোকবালীর মুরাদনগর গ্রামের বাসিন্দা এবং রূপ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে আধিপত্যকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে ফের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় গুলি বিনিময়ের ঘটনায় সাদেক হোসেন প্রাণ হারান।
অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেও একই ইউনিয়নে সংঘর্ষে ইদন মিয়া ও ফেরদৌসী বেগম নামে দুইজন নিহত হন। সোমবারের ঘটনাসহ এক মাসে ওই এলাকায় নিহতের সংখ্যা দাঁড়াল তিনজনে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং এলাকায় উত্তেজনা বিরাজমান।



আপনার মূল্যবান মতামত দিন: