odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

অধ্যাপক ড. হাবিবা খাতুন ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ঢাবির ৩ মেধাবী শিক্ষার্থী

odhikarpatra | প্রকাশিত: ২৯ September ২০২৫ ২০:৫১

odhikarpatra
প্রকাশিত: ২৯ September ২০২৫ ২০:৫১

অধিকারপত্র ডেস্ক 

ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদ:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী ৩ জন শিক্ষার্থীকে ‘অধ্যাপক ড. হাবিবা খাতুন ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ বি এম ছিদ্দিকুর রহমান নিজামী, বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. হাবিবা খাতুন, দাতার মেয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিকেল স্কুলের শিক্ষক ড. নাহিদ জামালসহ শিক্ষক-কর্মকর্তারা।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা

মো. তাওহিদুল ইসলাম – ক গ্রুপ

ঈশিতা খাতুন – খ গ্রুপ

সফা আহমাদ – গ গ্রুপ

প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন ১১ হাজার ২০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

ট্রাস্ট ফান্ডের ইতিহাস

অধ্যাপক ড. হাবিবা খাতুন ২০১৫ সালের ২৩ ডিসেম্বর ৫ লাখ টাকা দিয়ে এই ট্রাস্ট ফান্ড গঠন করেন। এরপর থেকে প্রতিবছর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর পরীক্ষায় ক, খ ও গ গ্রুপের শীর্ষস্থান অর্জনকারী ৩ জন শিক্ষার্থী কে এই বৃত্তি প্রদান করা হচ্ছে। 



আপনার মূল্যবান মতামত দিন: