odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

বেকিং সোডা: রান্নাঘরের অপরিহার্য উপাদান ছাড়াও ঘর পরিষ্কারে ৩ কার্যকর কৌশল

odhikarpatra | প্রকাশিত: ৩ October ২০২৫ ১৭:০৫

odhikarpatra
প্রকাশিত: ৩ October ২০২৫ ১৭:০৫

অধিকার পত্র ডটকম ডেস্ক 

ব্রেকিং  সোডা বা সোডিয়াম বাইকার্বোনেট শুধু রান্নাঘরের অপরিহার্য উপাদানই নয়, ঘর পরিষ্কার রাখতে এর রয়েছে বহুমুখী ব্যবহার। নিচে বেকিং সোডা দিয়ে ঘরের বিভিন্ন অংশ পরিষ্কারের তিনটি কার্যকর কৌশল তুলে ধরা হলো:

  1. দেওয়ালের দাগ পরিষ্কার: দেওয়ালে সাবান দিয়ে ঘষলে রং চটে যাওয়ার সম্ভাবনা থাকে। বেকিং সোডা ও জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে দাগযুক্ত স্থানে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। পরে একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেললে দাগ দূর হবে।
  2. মেঝের দাগ উঠানো: টালি বা মার্বেল মেঝেতে দাগ উঠাতে বেকিং সোডা ছড়িয়ে একটি ভেজা স্পঞ্জ দিয়ে ঘষুন। এতে দাগ সহজেই উঠে যাবে।

  3. কাচের বাসনের হলদে ছোপ দূর করা: কাচের বাসনে হলদে ছোপ বা আঁচড় দূর করতে বেকিং সোডা ও জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। বাসনের উপর লাগিয়ে কিছুক্ষণ রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। পুরনো ছোপও নিমেষে পরিষ্কার হবে।

এই কৌশলগুলো অনুসরণ করে আপনি সহজেই ঘরের বিভিন্ন অংশ পরিষ্কার রাখতে পারবেন।



আপনার মূল্যবান মতামত দিন: