odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষে ফিরতে হতে পারে বেশির ভাগ বাংলাদেশী শিক্ষার্থীকে

odhikarpatra | প্রকাশিত: ৪ October ২০২৫ ১৬:৩০

odhikarpatra
প্রকাশিত: ৪ October ২০২৫ ১৬:৩০

অধিকার পত্র ডেস্ক 

ঢাকা, ৪ অক্টোবর ২০২৫ —
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে যাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন এক চ্যালেঞ্জ এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এইচ-১বি ভিসার ওপর ১ লাখ ডলার ফি আরোপ করেছেন, যা বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বড় ধরনের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।

মনিরুল ইসলাম (ছদ্মনাম), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক, বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে কর্মরত। তিনি জানান, "বর্তমানে বছরে ৮০ হাজার ডলার বেতন পাচ্ছি। নতুন করে এইচ-১বি ভিসার জন্য ১ লাখ ডলার ফি দিতে হবে, যা কোম্পানির পক্ষে বহন করা সম্ভব নয়।"

তাহমিদ জামান (ছদ্মনাম), ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, বর্তমানে ওপিটি পিরিয়ডে রয়েছেন। তিনি বলেন, "চাকরি খুঁজছি, কিন্তু নতুন ফি আরোপের পর কোম্পানিগুলো বিদেশী কর্মী নিয়োগে আগ্রহ হারাচ্ছে।"

এইচ-১বি ভিসা মূলত তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, চিকিৎসা ও গবেষণার মতো বিশেষায়িত ক্ষেত্রে বিদেশী কর্মীদের জন্য। এই ভিসার মেয়াদ প্রাথমিকভাবে তিন বছর, যা সর্বোচ্চ ছয় বছর পর্যন্ত বৃদ্ধি করা যায়। তবে নতুন ফি আরোপের ফলে মার্কিন কোম্পানিগুলো বিদেশী কর্মী নিয়োগে আগ্রহ হারাচ্ছে, যা বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: