odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 21st October 2025, ২১st October ২০২৫

ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য বাংলাদেশের নারী ক্রিকেট দলের

odhikarpatra | প্রকাশিত: ৬ October ২০২৫ ১৮:৪৫

odhikarpatra
প্রকাশিত: ৬ October ২০২৫ ১৮:৪৫

বাংলাদেশ নারী ক্রিকেট দল নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর দ্বিতীয় ম্যাচে আগামীকাল ইংল্যান্ডের মুখোমুখি হবে। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দারুণভাবে বিশ্বকাপ শুরু করেছে টাইগ্রেসরা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানকে চাপে ফেলে দেন বাংলাদেশের পেসার মারুফা আকতার। প্রথম ওভারের শেষ দুই বলে পরপর দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন তিনি। দুর্দান্ত ইনসুইঙ্গারে পরপর দুই বলে পাকিস্তানের দুই ব্যাটার ওমাইমা সোহেলসিদরা আমিনকে বোল্ড করেন মারুফা। শেষ পর্যন্ত ৩১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি।

এরপর বাংলাদেশের পাঁচ স্পিনারের ঘূর্ণিতে ৩৮.৩ ওভারে ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান। স্বর্ণা আকতার ৫ রানে ৩টি, নাহিদা আকতার ১৯ রানে ২টি এবং নিশিতা আকতার, ফাহিমা খাতুনরাবেয়া খান ১টি করে উইকেট শিকার করেন।

১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৭ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ১৭ বলে ২ রান করে সাজঘরে ফিরেন ওপেনার ফারজানা হক। তবে অভিষেক ওয়ানডেতে খেলতে নেমে নজর কেড়েছেন ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক। দেশের হয়ে ৬টি টি-টোয়েন্টি খেলা ঝিলিক অনবদ্য হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। এতে ১১৩ বল বাকী রেখে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। ৮টি চারে ৭৭ বলে ৫৪ রান করেন ঝিলিক।

২০২২ সালে প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়ে পাকিস্তানকে হারিয়ে আসরের একমাত্র জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবার পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় স্বাভাবিকভাবে চাঙ্গা রয়েছে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে আত্মবিশ্বাসী টাইগ্রেসরা।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, “আমরা জয় দিয়ে শুরু করতে চেয়েছিলাম। ভালভাবে টুর্নামেন্ট শুরু করলে আত্মবিশ্বাস বেড়ে যায়। যা টুর্নামেন্টের বাকি অংশে ভাল করতে দলকে উজ্জীবিত করে।”

দলের পারফরমেন্স নিয়ে জ্যোতি বলেন, “পাকিস্তানের বিপক্ষে মারুফা ভাল বোলিং করেছে। নিজের ভূমিকা সম্পর্কে সে খুব ভাল বুঝে এবং খুব আত্মবিশ্বাসী থাকে। অভিষেক ম্যাচে দারুণ ব্যাটিং করেছে ঝিলিক। প্রথম ইনিংসের পর আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলার পরিকল্পনা করেছিলাম।”

ম্যাচের সময়সূচি

আগামীকাল ৭ অক্টোবর ২০২৫, ভারতের গৌহাটিতে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি।



আপনার মূল্যবান মতামত দিন: