odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
ক্যারিবীয়দের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াই

শেষে সুপার ওভারে ১ রানে হেরেছে বাংলাদেশ

odhikarpatra | প্রকাশিত: ২১ October ২০২৫ ২৩:৫৪

odhikarpatra
প্রকাশিত: ২১ October ২০২৫ ২৩:৫৪

মিরপুর, ঢাকা | ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার রাত

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শেষ বলে জয় হাতছোঁয়া দূরত্বে রেখেও ক্যাচ মিসে হাতছাড়া হয়ে গেল জয়ের উৎসব! ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে ১ রানে হেরেছে বাংলাদেশ।
শেষ বলে সোহান তালুবন্দি করতে পারলে জয় ছিল বাংলাদেশের; কিন্তু গ্লাভসে বল না থাকায় টাই হয় ম্যাচ। পরে সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ দেয় ১১ রানের লক্ষ্য। বাংলাদেশের সামনে সহজ সমীকরণ—৬ বলে ১২ রান। কিন্তু নো বল ও ওয়াইডে সুযোগ পেয়েও ১ রানে হেরে যায় টাইগাররা।

ম্যাচের হাইলাইটস:

  • বাংলাদেশের ইনিংস: ২১৩ রান (সবাই আউট)।
  • সৌম্য সরকার ৪৫, মেহেদী হাসান মিরাজ ৩২* ও রিশাদ হোসেন ঝড়ো ৩৯ রানে দলকে ভরসা দেন।
  • ওয়েস্ট ইন্ডিজের ইনিংস: টাই (২১৩ রান)। শেই হোপ অপরাজিত ৫৩ রানে দলকে লড়াইয়ে রাখেন।
  • বোলিংয়ে রিশাদ ৩, নাসুম ও তানভীর নেন ২টি করে উইকেট।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজের প্রতিক্রিয়া:

“এই হারটা কষ্টের। ছেলেরা দারুণ লড়েছে, কিন্তু ফিল্ডিংয়ে একটা ভুলেই সব হারিয়ে গেল। শেখার অনেক কিছু আছে এই ম্যাচ থেকে।”

সমর্থকরাও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন। কেউ লিখেছেন, “বাংলাদেশের নাম যদি ‘দুর্ভাগ্য’ রাখা যেত, তাহলে আজই দিতাম!” — আবার কেউ বলেছেন, “শেষ বলের সেই ক্যাচটাই ইতিহাস হয়ে থাকল।”

মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি, অধিকারপত্র



আপনার মূল্যবান মতামত দিন: