ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া | রবিবার, ২৭ অক্টোবর ২০২৫
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রবিউস সানি জোহা।
রবিবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে নতুন নেতৃত্বকে সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সভাপতি মো. রুহুল আমিন বলেন,
“সবার ঐকান্তিক সহযোগিতায় লেখক ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পথে একসাথে এগিয়ে যেতে চাই। আমাদের শাখাকে সৃজনশীলতা, উদ্ভাবন ও ইতিবাচক কর্মকাণ্ডে সমৃদ্ধ এক আলোকিত পরিসর হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ় প্রত্যয়ী।”
সাধারণ সম্পাদক মো. রবিউস সানি জোহা বলেন,
“প্রতিটি সদস্যের লেখালেখি, সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক বিকাশে নিবেদিত থেকে আমরা এগিয়ে যেতে চাই। নতুন দায়িত্বে সকলের সহযোগিতা ও পরামর্শ হবে আমাদের প্রেরণার উৎস।”
‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্য নিয়ে ২০১৮ সালের ২৩ জুলাই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজে সংগঠনটি তরুণ লেখকদের লেখালেখিতে উৎসাহিত করতে কাজ করে যাচ্ছে।

আপনার মূল্যবান মতামত দিন: