odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫
শিক্ষক নিয়োগে অভিযোগ

রাবিতে স্বচ্ছ তদন্তের দাবিতে দুই শিক্ষার্থীর আমরণ অনশন

odhikarpatra | প্রকাশিত: ২ November ২০২৫ ২১:৫২

odhikarpatra
প্রকাশিত: ২ November ২০২৫ ২১:৫২

স্টাফ রিপোর্টার, রাজশাহী:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে আমরণ অনশনে বসেছেন দুই শিক্ষার্থী। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন তারা।

অনশনরত শিক্ষার্থীরা হলেন নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদেক রহমান এবং দর্শন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফুয়াদ রাতুল। তারা শনিবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনশন শুরু করেন। রোববার সন্ধ্যা পর্যন্ত তাদের অনশন অব্যাহত ছিল।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক নিয়োগে অনিয়মের স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট বিভাগ এবং প্রশাসন যথাযথ পদক্ষেপ নেয়নি। এ কারণে বাধ্য হয়েই তারা আমরণ অনশনে বসেছেন বলে দাবি তাদের।

এদিকে অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম আসাদুল হককে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। প্রকাশিত অডিও, সংবাদসহ সব অভিযোগ যাচাই করে দ্রুত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমরা ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করেছি। সিন্ডিকেটও বিষয়টি দেখবে।”

এর আগে নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা রাকসুর ভিপি-জিএসসহ অ্যালামনাই সংগঠনের কাছে তিনদফা দাবি পেশ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: