নিজস্ব প্রতিবেদক | অধিকারপত্র ডটকম
১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার রাত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন আগামী ১৭ ডিসেম্বর শাকসু (শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। তবে এই তারিখ প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীদের একটি অংশ।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপাচার্যের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক সরওয়ার উদ্দিন চৌধুরী নির্বাচনের তারিখ ঘোষণা করেন। তিনি জানান, “দীর্ঘ ২৭ বছর পর শাকসু নির্বাচন আয়োজন করতে যাচ্ছি। ১৭ ডিসেম্বর একটি উপযুক্ত সময়, এর চেয়ে ভালো তারিখ পাওয়া সম্ভব নয়।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাঈল হোসেন, শাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস, মুখপাত্র অধ্যাপক নজরুল ইসলাম ও প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোকাদ্দেস জানান, ভোটার তালিকা প্রণয়নের কাজ চলছে। তিনি বলেন, “উপাচার্য নির্বাচনের তারিখ দিয়েছেন, এখন আমরা নির্বাচন কমিশন আগামী ২১ দিনের মধ্যে তফসিল ঘোষণা করব।”
এদিকে সংবাদ সম্মেলনের খবরে প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের একটি অংশ জড়ো হয়ে অবস্থান কর্মসূচি শুরু করে। তারা ১৭ ডিসেম্বরের তারিখকে “অগ্রহণযোগ্য” দাবি করে প্রশাসনিক ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারি দেয়।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থী পলাশ বখতিয়ার বলেন, “শীতকালীন ছুটিতে অনেক শিক্ষার্থী ক্যাম্পাসে থাকবে না। ফলে ১৭ ডিসেম্বর নির্বাচন হলে সেটা হবে প্রহসনের নির্বাচন। আমরা ৮ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই।”
আরেক শিক্ষার্থী ফয়সাল হোসেন অভিযোগ করেন, “প্রশাসন আজ বিকেলে ছাত্রদলের সঙ্গে বৈঠকের পর ১৭ ডিসেম্বরের তারিখ ঘোষণা করেছে। আমরা জানতে চাই, ছাত্রদলের নির্দেশে কি এই তারিখ নির্ধারণ করা হয়েছে?”
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগান দেন—
‘শাকসু নিয়ে তালবাহানা, চলবে না’, ‘শাকসু চাই দিতে হবে’, ‘ষড়যন্ত্রকারীদের কালো হাত ভেঙে দাও-গুড়িয়ে দাও’, ‘শাকসু মোদের অধিকার’।
অবস্থান কর্মসূচির কারণে উপাচার্য ও প্রশাসনের কর্মকর্তারা রাত পর্যন্ত প্রশাসনিক ভবনের ভেতরে অবস্থান করছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: