odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬
এমবিবিএস ও বিডিএস শিক্ষার মানোন্নয়নে আধুনিকায়ন–স্বচ্ছতা–জবাবদিহিতার ওপর জোর

চিকিৎসা পেশাকে সেবা হিসেবে গ্রহণ করতে হবে”—ঢাবি উপাচার্য

odhikarpatra | প্রকাশিত: ২৫ November ২০২৫ ১৭:৪৫

odhikarpatra
প্রকাশিত: ২৫ November ২০২৫ ১৭:৪৫

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, অধিকার পত্র ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, “চিকিৎসা পেশাকে সেবা হিসেবে গ্রহণ করতে হবে। মেডিকেল শিক্ষা ও সেবা মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ, যার মানোন্নয়নে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”

মঙ্গলবার (২৫ নভেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘এমবিবিএস ও বিডিএস শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও প্রিন্সিপালরা অংশ নেন।

 মেডিকেল শিক্ষায় আধুনিকায়ন অতীব জরুরি

উপাচার্য বলেন, দেশকে এগিয়ে নিতে আধুনিক, সময়োপযোগী মেডিকেল শিক্ষা জরুরি। এজন্য—

  • কারিকুলাম উন্নয়ন,
  • স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ব্যবস্থাপনা,
  • শিক্ষার জন্য নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ—এসব নিশ্চিত করা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, “উচ্চপর্যায়ের মেডিকেল শিক্ষায় যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, তা দূর করতে সংশ্লষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত যোগাযোগ বাড়াতে হবে এবং নীতি-নির্ধারকদের সঙ্গে ঘনিষ্ঠ মতবিনিময় জরুরি।”

 সভায় যারা বক্তব্য দেন

সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মোস্তাক আহাম্মদ
এছাড়া বক্তব্য দেন—

  • প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা
  • প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ
  • স্নাতকোত্তর চিকিৎসা বিজ্ঞান ও গবেষণা অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. কামরুল আলম
  • ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ
  • ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক এ কে এম আমজাদ হোসেন
  • ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী

তারা সবাই মেডিকেল শিক্ষার মানোন্নয়নে সমন্বিত পদক্ষেপ, নীতিমালা হালনাগাদ এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।


চিকিৎসা পেশাকে সেবা হিসেবে গ্রহণ করতে হবে”—ঢাবি উপাচার্য

#ঢাবি #MedicalEducation #EMBBS #BDS #DhakaUniversity #HealthSector #OdhikarPatra



আপনার মূল্যবান মতামত দিন: