ঢাকা | ২৫ ডিসেম্বর ২০২৫
দীর্ঘ দেড় যুগের নির্বাসন ও রাজনৈতিক সংগ্রামের পর দেশে ফিরে মায়ের সান্নিধ্য পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৫টা ৫৫ মিনিটে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে গুরুতর অসুস্থ মা, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
দেশের মাটিতে ফিরে মাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। হাসপাতালেই চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি মায়ের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং বেশ কিছু সময় মায়ের পাশে একান্তে কাটান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
এর আগে সকাল ১১টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-১০২) যোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান।
বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তাবেষ্টিত লাল-সবুজ বাসে চড়ে তিনি ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে হাজারো নেতাকর্মীর উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং বিশেষ মঞ্চে উঠে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
গণসংবর্ধনায় বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন,
“আজ এখান থেকে আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাবো। যে মানুষটি এ দেশের মাটি ও মানুষকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। সন্তান হিসেবে আমি চাই, আপনারা সবাই আল্লাহর কাছে তাঁর জন্য দোয়া করবেন।”
তিনি আরও বলেন,
“আমার মন পড়ে আছে আমার মায়ের হাসপাতালের ঘরে। কিন্তু যাদের জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন, সেই মানুষদের ফেলে রেখে আমি যেতে পারিনি। তাই হাসপাতালে যাওয়ার আগে আপনাদের সামনে এসে কৃতজ্ঞতা জানালাম।”
পরবর্তী কর্মসূচি
- শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা:
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত
- সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন
- শনিবার:
- নির্বাচন কমিশনে এনআইডি কার্যক্রম সম্পন্ন
- শহীদ ওসমান হাদির কবর জিয়ারত
- জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে পরিদর্শন
দীর্ঘ দেড় যুগ পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা, আগ্রহ ও আবেগের সৃষ্টি হয়েছে। এটি শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়—বরং দীর্ঘ প্রতীক্ষার অবসান, জনআকাঙ্ক্ষা ও রাজনৈতিক পুনর্জাগরণের প্রতীক হিসেবে দেখছেন অনেকেই।
একসময় পাহাড়সম মামলার ভার মাথায় নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমাতে বাধ্য হলেও, আজ তিনি দেশের মাটিতে ফিরেছেন আগের চেয়েও বেশি জনপ্রিয়তা নিয়ে—সমর্থকদের চোখে গণমানুষের নেতা ও জাতীয় ঐক্যের প্রতীক হয়ে।
তারেক রহমান মায়ের সঙ্গে সাক্ষাৎ এভারকেয়ার হাসপাতাল বিএনপি তারেক রহমান খালেদা জিয়া তারেক রহমান দেশে ফেরা

আপনার মূল্যবান মতামত দিন: