odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

রাষ্ট্রপতি তাঁর সহধর্মিনী রাশিদা খানম এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে রাষ্ট্রপতি পশুর চ্যানেল পরিদর্শন করেছেন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৫ April ২০১৮ ২০:০৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৫ April ২০১৮ ২০:০৭

রাষ্ট্রপতি তাঁর সহধর্মিনী রাশিদা খানম এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে একটি বোটে করে এখানে চ্যানেলের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

 রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর দুই দিনের খুলনা সফরের শেষদিনে আজ এখানে পশুর নদীর পশুর চ্যানেল পরিদর্শন করেছেন।

তিনি পশুর নদীর নৌ চলাচলের নাব্যতার পাশাপাশি অন্যান্য পরিবহন সুবিধা এবং এই এলাকার অবকাঠামোর খোঁজ-খবর নেন।
আবদুল হামিদ এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সাধারণ লোকজনের সঙ্গে কথা বলেন।
রাষ্ট্রপতি পশুর চ্যানেলের পাশাপাশি মংলা বন্দরের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।
মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর এ কে এম ফারুক হাসান, রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ, সিনিয়র বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন।
রাষ্ট্রপতি আজ বিকেলে ঢাকায় ফিরেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: