odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

নব গৃহবধুর ঝুলন্ত লাশ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৭ April ২০১৮ ০০:৩৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৭ April ২০১৮ ০০:৩৬

 ঝিনাইদহ প্রতিনিধী:

  চিত্রা বিশ্বাস (২২) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৬ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮ দিকে  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কালুখালী গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার এসআই মাহফুজ হোসেন।

চিত্রা বিশ্বাস কালুখালী গ্রামের উজ্জ্বল বিশ্বাসের স্ত্রী। তবে গৃহবধু চিত্রাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। পরে এলাকাবাসীর চাপের মুখে পুলিশ চিত্রা বিশ্বাসের স্বামী উজ্জ্বল বিশ্বাস ও তার মা অঞ্জলী বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, উজ্জ্বল বিশ্বাসের সাথে গত বছরের বৈশাখ মাসে মাগুরা সদর উপজেলার দিঘলদি গ্রামের তাপস দত্তের মেয়ে চিত্রার বিয়ে হয়। বিয়ের ১১ মাসের মাথায় শুক্রবার রাতে চিত্রা গলায় ফাঁস দেয়। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, ঘটনার খবর পেয়ে তিনি নিজেই সেখানে গিয়েছিলেন। লাশের গায়ে প্রাথমিকভাবে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য চিত্রার  স্বামী উজ্জ্বল বিশ্বাস ও শাশুড়ি অঞ্জলী বিশ্বাসকে থানায় নিয়ে আসা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা লাশের ময়না তদন্তের পর জানাযাবে। 



আপনার মূল্যবান মতামত দিন: